ওমিক্রন ভ্যারিয়েন্ট শঙ্কা তৈরি করেছে বিশ্বজুড়ে: বিজ্ঞানীদের নতুন আশঙ্কা
সময় সংগ্রহ
করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শঙ্কা তৈরি করেছে বিশ্বজুড়ে। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের উত্তপত্তিস্থল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন- ওমিক্রন শুধু মাত্র কম অসুস্থতা তৈরি করে কিনা তা নির্ধারণের সময় এখনো আসেনি।

বুধবার দক্ষিণ আফ্রিকার আইন প্রণেতাদের সামনে ওমিক্রন নিয়ে বর্তমান পরিস্থিতি বিজ্ঞানীরা তুলে ধরেন। তারা জানান, এটাই সত্যি যে এই মুহূর্তে করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করা কঠিন।
বিজ্ঞানীরা জানান, ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা। তরুণদের শরীর এই ভাইরাসের প্যাথজেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করতে পারে। এছাড়া বিজ্ঞানীরা বলেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার খুব স্বল্প সময়ের মধ্যেই অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কমিউনিক্যবল ডিজিজ নামক প্রতিষ্ঠান জানায়, দেশটিতে গত ২৮ ঘণ্টায় করোনা সংক্রমণ দ্বিগুণ বেড়ে ৮ হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন ওমিক্রন এখন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি আক্রান্তকারী ভ্যারিয়েন্ট।
ওই প্রতিষ্ঠানের প্রধান মিশেল গ্রোম জানান, বেশিরভাগ তরুণ এখন আক্রান্ত হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্করাও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তিনি আরও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তাদের ক্ষেত্রে তীব্র জটিলতা নাও দেখে যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার সরকার এবং বিজ্ঞানীরা ২৫ নভেম্বর জানায় সে দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। পরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করে ওমিক্রন।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ২১২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন।
এর আগে বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৬০৮ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮৪ হাজার ৩৭৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৭৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৫ হাজার ৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৪৩৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯ হাজার ৫৩২ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।