হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ সংবাদাদাতা
হবিগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মকসুদ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর থানার বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মকসুদ মিয়া সদর থানার দুর্লভপুর গ্রামের মৃত ইয়াকুব মোল্লার ছেলে। র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ) এর অভিযানে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেছে। শনিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়- আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃতকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।