ভোট চলছে হবিগঞ্জের ২ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের ২ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দুই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০২ জন। এর মধ্যে লাখাইয়ে ৩৩ জন ও বানিয়াচংয়ে ৬৯ জন প্রার্থী।
পুলিশ জানাচ্ছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে কঠোর প্রশাসন। নির্বাচনে সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে গ্রামে গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান ও বিট পুলিশিং সভা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দুই উপজেলায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি (১ শত ৯৮ জন সদস্য), ১০টি র্যাব টিম (৮০ জন সদস্য), ১৮৬টি কেন্দ্রে ১২শত ৮ জন পুলিশ ও ৩ হাজার ১শত ৬২ জন আনসার (মহিলা ও পুরুষ) সদস্য। এছাড়াও ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মোতায়েন থাকবে পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার ১৪ ইউনিয়নে ৬৯ ও লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৩৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বানিয়াচং উপজেলার ১২৬টি সাধারণ ওয়ার্ডে ৫৭৮ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮৪ এবং লাখাই উপজেলার ৫৪টি সাধারণ ওয়ার্ডে ২৩৯ ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে নির্বাচনী ব্যালট পেপার। ২০টি ইউনিয়নের মধ্যে একমাত্র লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে ভোট হবে ইভিএমে। নানান জটিলতার কারণে বানিয়াচঙ্গ উপজেলার ৪নং ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছে না।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় লাখাইয়ে ১৪ জন ও বানিয়াচংয়ে ১৭ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গত ১৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১শত ৪৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৯শ ৮৩ ও মহিলা ১ লাখ ১৪ হাজার ১শত ৬৩। আর লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯শ ৭৭।