তিলপাড়া ইউপিতে বিএনপির মাহবুবুর রহমানের হ্যাট্টিক জয়
বিয়ানীবাজার সংবাদদাতা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে হ্যাট্টিক জয় পেয়েছেন স্বতন্ত্র (বিএনপির) প্রার্থী মাহবুবুর রহমান।
চশমা প্রতীক নিয়ে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো এই ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, মাহবুবুর রহমান পেয়েছেন ৩ হাজার ৫১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিবেকানন্দ দাস ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট।




