হরিপুর বাজারের নির্বাচিত কমিটির উদ্যোগে শুকরিয়া সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শুকরিয়া সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোয়েব আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপি সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট মুরুব্বি মৌলবৗ রহমত উল্লাহ, ছাত্রদল নেতা শাহিন আহমদ, মনির আহমদ, মনির আহমদ সৈকত প্রমুখ।
সভায় মোনাজাত পরিচালনা করেন- হরিপুর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস ছালাম।