শাবি শিক্ষার্থীদের আন্দোলনে বৃন্দাবন কলেজ শিক্ষার্থীদের সংহতি
স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশী হামলার প্রতিবাদে এবং ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন এবং সমাবেশ করেছে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বৃন্দাবন সরকারি কলেজ বটতলা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি প্রণব কুমার দেব, গণিত বিভাগের শিক্ষার্থী মিলি আলম, বাংলা ১ম বর্ষের শিক্ষার্থী নাসিম, ছাত্র ইউনিয়ন বৃন্দাবন সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বিশ্ববিদ্যালয়ে পুলিশের অনুপ্রবেশ এবং বর্বরোচিত হামলার নিন্দা করেন। সারা দেশে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা, আইনের অনুশাসন না থাকা এবং সরকারের কর্তৃত্ববাদী আচরণের বহিঃপ্রকাশই শাবিপ্রবিতে ঘটেছে বলে শিক্ষার্থীরা মনে করেন।
এ সময় বক্তারা বৃন্দাবন সরকারি কলেজের পরিবহন সংকট, পয়নিষ্কাশন ব্যবস্থা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।