কোকোর মৃত্যুবার্ষিকীতে সিলেট ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার

সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ জানুয়ারি) বাদ আসর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম-সাধারন সম্পাদক হোসেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, মো. আব্দুল্লাহ, আজহার আলী অনিক, ইবনে জাহান তানভীর, মহানগর ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক রনি চৌধুরী, সৈয়দ মিনহাজ, রিয়াজ উদ্দিন ইমরান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমদ, ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ হাসান, ১ম যুগ্ম-সম্পাদক সেলিম আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরান উদ্দিন অপু, মহানগর ছাত্রদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভূইয়া, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব জাসিম আহমদ রাফি, ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের ১ম যুগ্ম-খায়রুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা এস আর সোহান, সরকারি কলেজ ছাত্রদল নেতা কাজী নাজিম উদ্দিন পলাশ প্রমুখ।




