ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখার কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার ২০২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট শহীদ সোলেমান হলে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর এর সভাপতি মোহাম্মদ নুর উদ্দীন এর সভাপতিত্বে ও মকবুল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আহমদ মানসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছাত্রনেতা আবু তাহের মেসবাহ।
সম্মেলনে মহানগর কমিটির সভাপতি আব্দুল্লাহ আরাফাত, সহ-সভাপতি মাসরুর দাইয়ান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তপু এবং সিলেট জেলা সভাপতি মকবুল হোসাইন, সহ-সভাপতি সায়মন শিকদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামীম-কে নির্বাচিত করা হয়।