সন্তানের ধর্ম নিয়ে মুখ খুললেন নুসরাত
বিনোদন ডেস্ক
দুই বাংলায় আলোচিত অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। যশের সেঙ্গ প্রেম-বিয়ে ও বিচ্ছেদ নিয়ে গত বছরের পুরোটা সময়ই ছিলেন তিনি আলোচনায়। এরপর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে এলে শুরু হয় তুমুল বির্তক। তবে যশ-নুসরাত উভয়েই এই বিষয়টি নিয়ে সবসময় ছিলেন নিশ্চুপ। সব থেকে বেশি যে প্রশ্নটি উঠেছে, তা হলো নুসরাতের বাবা কে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সামনে আসেন যশ দাসগুপ্ত। তিনিই নুসরাতের পুত্র ঈশানের বাবা। এর মধ্যে দিয়ে সমালোচনা থামলেও শুরু হয়েছে নতুন তর্ক। তারা দুজন দুই ধর্মের অনুসারী। তাই প্রশ্ন উঠেছে এখন ছেলে কোন ধর্মের? অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন নুসরাত।
ইন্ডিয়া টুডেতে প্রকাশিত হওয়া এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন এর উত্তর। নুসরাত বলেন- ‘আমার পুত্র মানুষ হবে। এটাই তার বড় পরিচয়। আমি মুসলমান, যশ হিন্দু। তাই আমাদের সন্তান দুই ধর্ম থেকেই ভালো যে বিষয়গুলো আছে তা শিখবে। আমি ও আমার স্বামী উভয়েই ঈশানের অভিভাবক মাত্র। এখানে জোড় করার কোনো প্রশ্ন আসছে না।’
তিনি আরও বলেন- ‘আমাদের বাড়িতে দীপাবলি, দুর্গাপূজা, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আর এতে মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ একটি দেশ ভারতের উদাহরণ তুলে ধরতে পারছি। ঈশান ঠিক সে ভাবনাতেই বড় হবে, মানুষের মতো মানুষ হবে। এমনটাই আমার ও যশের বিশ্বাস।’