শায়েস্তাগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ৩৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে। তার নাম আকিব মিয়া (২১)। সে চুনারুঘাট থানার উসমানপুর গ্রামের মৃত উকিলমিয়ার ছেলে।
র্যাব-৯, সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ থানার ১১ নম্বর ব্রাহ্মনডোরা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।