বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে ঘিলাতলী জামে মসজিদ প্রাঙ্গন নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফয়সাল আহমেদ. ওসি দেবদুলাল ধর, এস আই সাইদুল হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক। তারা আব্দুর রহমানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (৯ ফেব্রুয়ারী)রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।