নাগরিক সেবার মান্নোন্নয়নে সিসিক-ক্রয়ডন এক সাথে কাজ করবে
সংবাদ বিজ্ঞপ্তি
নাগরিক সেবার মান্নোন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন ও লন্ডন বরো অব ক্রয়ডন এক সাথে কাজ করবে। পারস্পারিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের দুই প্রতিষ্ঠান নাগরিক সেবার গুণগত পরিবর্তন আনতে চায়। সিসিক ও ক্রয়ডন মেয়রের মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা করেছেন দুই মেয়র।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- সিলেট সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্ধিত সিটি কর্পোরেশনের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে উন্নত সেবা নিশ্চিত করার চ্যালেঞ্জিং কাজে সরকারের পাশাপাশি বরাবরের মতো প্রবাসিরা সহযোগি হবেন। ব্যবসা বাণিজ্যের প্রসারেও প্রবাসিদের বিনিয়োগ প্রত্যাশা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লন্ডন বরো অব ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী বলেন- সিলেট সিটি কর্পোরেশনের সাথে লন্ডন বরো অব ক্রয়ডন পরিবেশ বিপর্যয় বিষয় ও স্বাস্থ্য খাতে এক সাথে কাজ করতে আগ্রহি। বিশেষ করে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় বক্তব্য রাখেন- সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, লন্ডন বরো অব ক্রয়ডনের প্রতিনিধি দলে সদস্য সাংবাদিক রহমত আলী ও সাংবাদিক এম এ জামান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিসিক কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর সিকান্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, শাহানা বেগম শানু, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহি প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু, সিসিকের প্রধান এসেসর চন্দন দাস, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লন্ডন বরো অব ক্রয়ডন-প্রতিনিধি দলের সদস্য আবুল হোসেইন, মতলুব রেজা, আব্দুল হালিম, কামরুল ইসলাম, কাজী খালেদ আহমদ, জুনেদ আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডন বরো অব ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সিসিকের পক্ষ থেকে স্মরক তুলে দেন। পরে মেয়র শেরওয়ান চৌধুরী বরো অব ক্রয়ডনের নাগরিকদের পক্ষ থেকে সিকি মেয়র আরিফুল হক চৌধুরীকে স্মারক তুলে দেন।