‘হাওর রক্ষাবাঁধ নির্মাণে অনিয়মকারীদের কোন ছাড় দেওয়া হবে না’
সময় সিলেট ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্মাণাধীন বিভিন্ন হাওর রক্ষাবাঁধের কাজ পরির্দশন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
তিনি প্রতিদিনেই উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ পরির্দশনের ধারাবাহিকতায় গত রবিবার ও সোমবার উপজেলার শনির হাওরের ১ নম্বর পিআইসি বীরনগর খালের হাওর রক্ষাবাঁধ, গুরমার হাওরের বর্ধিতাংশ পিআইনি নম্বর ১৫, ১৬, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ সহ ২০টির অধিক বাঁধের কাজ পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্টদের কঠোর হুশিয়ারি দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল বলেন- কৃষকের কষ্টের ফলানো এক ফসল রোবো ধান রক্ষায় হাওরের বাঁধ নির্মাণে অনিয়মকারীদের কোন ছাড় দেওয়া হবে না। সে যত বড় ক্ষমতাশালী হউক। যেসব বাঁধের কাজ এখনও অসমাপ্ত রয়েছে তা দ্রুত সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন- নিয়ম মেনেই নির্ধারিত সময়ের মধ্যেই হাওর রক্ষাবাঁধ নির্মাণ কাজ শেষ করতে হবে। কোনো প্রকার গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, আওয়ামী লীগ নেতা এমদাদ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব এমকে ওয়াহিদ খসরু চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুর হোসেন মল্লিক, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রুকন তালুকদার, যুবলীগ নেতা আবুল কাশেম, শেখ গোলাম কাদির সুজন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, মনিটরিং কমিটির সদস্য ও এলাকার গন্যমান নেতৃস্থানীয় ব্যক্তিগন উপস্থিত ছিলেন।