রোটারী ই ক্লাব-৩২৮২ এর বিভিন্ন উপকরণ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
রোটারী ক্লাবের সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন— নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সমাজের কল্যাণে কাজ করা উচিত। সামর্থ্য অনুযায়ী অবহেলিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত। কোনভাবে না পারলে সমাজের মানুষকে স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সচেতন করার উদ্যোগ নিতে হবে। সমাজসেবায় আত্মনিয়োগের মাধ্যমে রোটারিয়ানরা জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে রোটারী ই ক্লাব-৩২৮২ এর উদ্যোগে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আসবাবপত্র, মাস্ক, হ্যান্ড সেনেটাইজার ও কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রোটারী ই-ক্লাব অব ৩২৮২’র প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মো. আজিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান মো. তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পিপি ও ক্লাব ট্রেইনার মো মশাররফ হোসেন জাহাঙ্গীর, সিপি রোটারিয়ান রাসেল মাহবুব, পিপি রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রোটারিয়ান মুশাররফ হোসেন, রোটারিয়ান সামাদ রানা, রোটারিয়ান নাজমুল ইসলাম, রোটারিয়ান ফাহিম আহমদ, রোটারিয়ান মো. এমরান আহমদ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাধারণ জনগনের মধ্যে রোটারী ফোর ওয়ে টেস্ট এর লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লাউয়াই কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষের কাছে চেয়ার-টেবিল, মেডিসিন কেবিনেট ও সিলিং ফ্যান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ক্লিনিকের ভূমিদাতা বুরহান উদ্দিন আহমেদ, কোষাধক্ষ চঞ্চল মাহমুদ ফুলর ও ইনচার্জ মিতালী চক্রবর্তী।