‘বামপন্থি শক্তির উত্থান ছাড়া বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়’
সময় সিলেট ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দেশের বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিদলীয় ধারার বাইরে দেশের সব কমিউনিস্ট, বামপন্থি প্রগতিশীল, প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিকে পরিবর্তনের জন্য বৃহত্তর ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন— জনগণের শক্তির বিজয় অনিবার্য। বামপন্থি শক্তির উত্থান ছাড়া বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে লিখিত ভাষণে মুজাহিদুল ইসলাম সেলিম এই আহ্বান জানান।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন— দেশকে সমাজতন্ত্র-গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতার স্বাধীন জাতীয় বিকাশের ধারায় পরিচালিত করে ৯৯ শতাংশ মানুষের ঘরে ঘরে শান্তি, নিরাপত্তা ও অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে এটাই পরিস্থিতির চ্যালেঞ্জিং কর্তব্য। এই চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতা ছিনিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন— মানুষ বুর্জোয়া রাজনীতির দুঃশাসনে অতিষ্ঠ। তারা যাতাকল থেকে মুক্ত হতে চায়। এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হবে। ক্ষমতাসীনরা আরও সমর্থন হারিয়েছে। অথচ গোষ্ঠীগত লুটপাটের স্বার্থে এবং কৃত অপরাধের বিচার থেকে রেহাই পেতে তারা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে রেখেছে।
এর আগে সকাল ১০টায় সারাদেশ থেকে আগত প্রতিনিধি পর্যবেক্ষকদের নিয়ে মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। শুরুতেই দ্বাদশ কংগ্রেস প্রস্তুতি পরিষদের সাংস্কৃতিক উপ-পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দলের লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হয়। দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দলীয় পতাকা উত্তোলন করেন।
কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন— সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন— সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, উপদেষ্টা মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, শাহাদাত হোসেন, নুরুল হাসান এবং কংগ্রেস প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান লক্ষ্মী চক্রবর্তী ও আহ্বায়ক আবদুল্লাহ আল কস্ফাফী রতন।




