‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না’
সুনামগঞ্জ সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন— ইউক্রেনের সাথে সরাসরি বাণিজ্য বেশি ভয়ংকর নয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না। বরং কোন কোন ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমায়, আমাদের দেশের কাপড়, মাছ, মাংস যাবেই। সেগুলোতো আটকানোর কথা না। আর আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সাথে বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় কাজ হলো রুপপুর পারমাণবিক প্রকল্প। তারা আমাদের ঋণ দিয়েছে, আমরা ঋণ গ্রহণ করেছি। কাজও চলছে, আশা করি এই প্রকল্প রাশিয়ার সাথে বাংলাদেশের কোন সমস্যা হবে না।
মন্ত্রী আরও বলেন— নির্দেশ দিয়ে বাজার চালানো যায় না, কেউ পারে না। দ্রুব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আসলে সেটা স্বস্তির বিষয় না। মন্ত্রী বলেন— বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না। বিএনপি তার নিজস্ব রাজনীতি করে, তাদেরও কিছু কর্মসূচি আছে, তারা নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যাপার। সুতরাং তাদের আগ বাড়িয়ে উপদেশ দেওয়া আমি গ্রহণযোগ্য মনে করি না।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এইসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।