ইউক্রেনের পাশে প্রিয়াংকা চোপড়া
বিনোদন ডেস্ক
যুদ্ধ পরিস্থিতি চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দু’টি দেশের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে হামলা-পাল্টা হামলা। ইতিমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। রুশ বাহিনীর আক্রমণে বিপর্যস্ত প্রায় ইউক্রেন।
এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই যুদ্ধে ইতি টানার আহ্বান জানানো হচ্ছে। বাদ যাচ্ছেন না তারকারাও। জনপ্রিয় বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়াও তার অবস্থান থেকে জানিয়েছেন প্রতিবাদ, সাহায্য চেয়েছেন ইউক্রেনের জন্য। যুদ্ধ শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের বহু মানুষ।
সেই চিত্র শেয়ার করে এ নায়িকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— ইউক্রেনে এই মুহূর্তে যা ঘটছে তা ভয়াবহ। ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত যে সাধারণ মানুষ তাদের প্রাণ নিয়ে আশঙ্কিত। ভালোবাসার মানুষদের নিয়েও তারা ভীতসন্ত্রস্ত। আধুনিক বিশ্বে আক্রোশ বাড়তে বাড়তে কীভাবে তা যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে সেটাই বোধগম্য হচ্ছে না।
‘কিন্তু এমন এক মুহূর্ত এখন এসে উপস্থিত হয়েছে যার প্রতিধ্বনি হচ্ছে গোটা বিশ্বে। এই যুদ্ধক্ষেত্রের মধ্যেই নিরীহ মানুষগুলোর বাস। তারা তো আমার আপনার মতোই। কীভাবে ইউক্রেনের এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন তার বিস্তারিত আমার বায়োতে দেয়া রইলো।’