মাঠ প্রশাসনের সরকারি কর্মচারীদের ২য় দিনের মতো কর্মবিরতি
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর ১১-১৬ গ্রেডের কর্মচারীগণ ২য় দিনের মতো বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস প্রাঙ্গণে কর্মবিরতি ও সমাবেশ পালন করেন।
সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীগণ মাঠ প্রশাসনে পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে এ কর্মবিরতি পালন করা হয়।
বাবিককাকস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে এবং আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— দিলীপ কুমার রায়, প্রবীর কুমার দাস, অমিত ভূষণ দেব, মোহাম্মদ ইউনুস আলী, এটিএম নয়ন মিয়া, মো. আজহারুল ইসলাম, শীলা রানী সূত্রধর প্রমুখ।