সিসিক’র অন্তর্ভূক্ত করায় টুলটিকর ইউপির ৩ ওয়ার্ডের প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ৩২ নম্বর ওয়ার্ডে (বৃহত্তর মেজরটিলার এলাকার সাথে) টুলটিকর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) রাত আটটায় নগরীর মিরাপাড়া আব্দুল লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেন টুলটিকর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বসস্তরের জনসাধারণ।
প্রবীন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচানের সভাপতিত্বে ও যুবনেতা আকবর কবির সায়েম মেম্বারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর মো. শাহজাহান।
বক্তব্য রাখেন— টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আলী হোসেন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান ফয়সল, নূর নবী দেশী, টুলটিকর সমাজ কল্যান সমিতির সভাপতি জব্বার আহমদ পাপ্পু, মিরাপাড়া ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মীর হোসেন, টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, টুলটিকর সমাজ কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক নাছির আহমদ, টুলটিকর জামে মসজিদ এর মোতওয়াল্লি জুনেদ আহমদ, যুবলীগ নেতা শমসের আলী সারো, পূর্ব শাপলাবাগ এলাকার পক্ষে যুবনেতা তুহিন আহমদ, পূর্ব কুশিঘাট এলাকার পক্ষে আব্দুল মুহিত, টুলটিকর এলাকার পক্ষে আব্দুস সহিদ ফরহাদ।
সমাবেশে বক্তারা, টুলটিকর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলোকে খাদিমপাড়া ইউনিয়নের এলাকার সাথে সম্পৃক্ত করে ৩২নং ওয়ার্ড গঠন না করার আহবান জানান।