বাঁধ নির্মাণে অনিয়ম: তাহিরপুরে আটক পিআইসি সভাপতিকে জরিমানা
তাহিরপুর সংবাদদাতা
হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, ধীর গতিতে কাজসহ নানা অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আটক পিআইসি সভাপতি মোহাম্মদ পাভেল মিয়াকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া মুচলেকা দিয়ে স্থানীয় দুই ব্যক্তির জিম্মায় আগামী তিন দিনের মধ্যে বাঁধের কাজ শেষ করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলার মহালিয়া হাওরের ৭ নম্বর পিআইসির (প্রকল্প বাস্থবায়ন কমিটি) সভাপতিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির আটক করেন। পিআইসির সভাপতি মোহাম্মদ পাভেল মিয়া উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলাইমানপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান— সরকার নির্ধারিত সময়ে মধ্যে কাজ শেষ করতে না পারা, বাঁধে অনিয়ম ও ধীর গতির প্রমাণ পাওয়ায় ওই পিআইসিকে আটক করে জরিমানা ও মুচলেকা নিয়ে সর্ত সাপেক্ষে দুজনের জিম্মাদার হওয়ায় ছাড়া হয়েছে। এক ফসলি বোরো ধান আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। যারা এখনও বাঁধের কাজ শেষ করতে পারেন নি তাদের দ্রুত শেষ করার আহ্বান করছি। অন্যতায় ব্যবস্থা নেওয়া হবে।