তাহিরপুরে টিসিবির ডিলারের উপর হামলা : আহত ১০
সময় সিলেট ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিসিআইসি ও টিসিবির ডিলার সামায়ুন কবির ও তার পরিবারের উপর হামলা চালিয়ে নারী, শিশুসহ ১০জনকে আহত করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় সাথে জড়িত সন্দেহে দীলশাদ মিয়া নামে একজনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। তিনি ভাটি তাহিরপুর গ্রামের ছফু মিয়া ছেলে।
বৃহস্পতিবার সকাল আটটায় ভাটি তাহিরপুর কালী বাড়ি সড়কে সামায়ুন কবিরের উপর ও পরে সাড়ে আটটায় তার বাড়িতে হামলা ঘটনাটি ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তাহিরপুর সদর বিসিআইসি সার ডিলার, বিএডিসি বীজ ডিলার ও টিসিবি ডিলার আহত সামায়ুন কবির জানান— উপজেলা সদরে আমার দোকানে গত এক সাপ্তাহ পূর্বে বাকীতে সার ও বীজ নিতে চায় লোলন মিয়া। এসময় তাকে বাকীতে না দেয়ার কারনে কাথাকাটাকাটি হয়। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে কালী মন্দিরের সামনে আসা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে ভাটি তাহিরপুর গ্রামের লোলন (৫০), নয়ন মিয়া (২৩), মোকতাদির (২৭) দীলশাদ মিয়া (৩৫), ওয়াশীম (৩০) ছমির মিয়া (৫৫)সহ ১০-১৫জন দেশিও অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় সাথে থাকা ব্যাগে রক্ষিত প্রায় ২লাখ ৩১হাজার টাকা ও ব্যবসা সংশ্লিষ্ট জরুরি কাগজপত্র কেড়ে নিয়ে ফেলে চলে যায়। পরে ঐলোকজন আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তাদের প্রতিহত করতে চাইলে আলী আশরাফ, কলছুমা বেগম, বিলকিস বেগম, ইমন মিয়া, শিপন মিয়া, শিশু জাইমাকে গুরুতর আহত করে।
স্থায়ী বাসিন্দা শরীফ মিয়া জানান— হামলার ঘটনার পর গুরুতর আহত সামায়ুন কবিরকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকেসহ বিলকিস, কুলসুমা ও শিশু জায়মাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তাহিরপুর থানার এস আই গোলাম হাক্কানী জানান— সামায়ুন কবিরের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি। লিখিত ভাবে কোন অভিযোগ পাই নি। পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।