দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে কৃষকদলের মিছিল
সুনামগঞ্জ সংবাদদাতা
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষকদলের আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে কৃষকদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক আকুল আলী, সিরাজুল ইসলাম, ফরিদ আহমদ, ফেরদৌস আলম, লুৎফুর রহমান, খলিলুর রহমান, সাখায়াত হোসেন, সৈয়দ আজমল হোসেন, আবুল হুদা, অজিত দাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মোনাজ্জির হোসেন, তাহিরপুর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, তাহিরপুর বিএনপি নেতা মহিবুর রহমান, লাল মিয়া মেম্বার, আব্দুস শহিদ প্রমুখ।