জগন্নাথপুরের হবিবপুরে মহিলা কলেজ স্থাপনের লক্ষ্যে মতবিনিময়
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকায় “রাজিয়া সোবহান মহিলা কলেজ হবিবপুর” নামে একটি কলেজ স্থাপনের লক্ষে সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে রাজিয়া সোবহান মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজিয়া সোবহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সালিক এম সোবহানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কবির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন— জগন্নাথপুর সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, রানীগঞ্জ কলেজের প্রভাষক আবু খালেক, রাজিয়া সুবাহান মহিলা কলেজ পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, মিরপুর পাবলিক হাই স্কুল প্রধান শিক্ষক আমির হামজা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুছবান নূর, জগনাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায়।
এ সময় উপস্থিত ছিলেন— জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, রাজিয়া সোবহান মহিলা কলেজ কমিটির সদস্য শফিকুর রহমান, আশরাফ আলী, সালাউদ্দিন মিঠু, সাজেদা খানম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমদ, সমাজসেবক আমির হোসাইন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জগদীশ চক্রবর্তী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মনি রানী ঘোষ, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মনি মিতালি রায়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রেশমা খাতুন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহিনা আক্তার, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক লিটন কুমার, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক কামরুল ইসলাম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জহিরুল ইসলাম চৌধুরী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ইমরান আলী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক অফিস সহকারী গুলজার আহমদ, পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষক হাফিজুর রহমান খান, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, সহকারি শিক্ষক রাসেল তালুকদার প্রমুখ।