ভিসি ফরিদ উদ্দিনের বক্তব্যের সময় মিলনায়তন ছাড়লেন শাবি শিক্ষার্থীরা!
সময় সংগ্রহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের মিলনায়তন ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্র্যাকের অঙ্গসংগঠন ‘ক্যারিয়ার হাব’র ওয়েবসাইট উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে— দিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যের জন্য উপাচার্যের নাম ঘোষণার পরপরই শিক্ষার্থীদের এক-চতুর্থাংশ হল ছেড়ে বের হয়ে যান। এরপর উপাচার্যের বক্তব্য শেষ হলে শিক্ষার্থীরা আবার মিলনায়তনে ফেরত আসেন।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ক্যারিয়ার হাব’র ওয়েবসাইট উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, জেনারেশন আনলিমিটেডের গ্লোবাল সিইও ড. কেভিন ফ্রে প্রমুখ।
কর্মদক্ষ যুবসমাজ তৈরির লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের দক্ষতা এবং আকাঙ্ক্ষার মাঝে সংযোগ স্থাপন করতে সিলেটে ‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন করেছে ব্র্যাক।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ওয়েবসাইট উদ্বোধনের আগে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘ক্যারিয়ার হাব’র লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়াও এর বিভিন্ন সার্ভিসগুলো বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতাদের মাঝে তুলে ধরা হয়।