বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার নির্বাচন সম্পন্ন
সময় সিলেট ডেস্ক
দেশে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের সিলেট শাখার চেয়ারম্যান হলেন এস এম জি কিবরিয়া ও সেক্রেটারী মো. সোলায়মান আহসান তানভীর।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিলেট কার্যনির্বাহী কমিটির সাতটি পদে ১৪জন প্রার্থী অংশ নেন। এতে ছয় পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এ এস এম জি কিবরিয়ার প্যানেল।
প্রাথমিকভাবে বিজয়ী সাত সদস্যের মধ্যে পদবণ্টন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন— চেয়ারম্যান এ এস এম জি কিবরিয়া, ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেক্রেটারী মো. সোলায়মান আহসান তানভীর, জয়েন্ট সেক্রেটারী মোতাহির উল্লাহ্, কোষাধ্যক্ষ মো. মসনুল করিম চৌধুরী এবং আহমেদ শফিকুল হাসান ও মালেক আহমদ চৌধুরী কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটি আগামী ১ এপ্রিল থেকে দায়িত্ব গ্রহণ করবে।
সিলেট শাখা কমিটির পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় আটটি শাখা কমিটিরও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন— সিপ্রোকো কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে রয়েছেন খন্দকার আতিক-ই-রব্বানী ও শেখ কবীর আহমেদ।
এ ছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন— ডিজিটাল সার্ভিসেসের চেয়ারম্যান মোজাম্মেল হক।