সুনামগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়েরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধিসহ নিরীহ গ্রামবাসীর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় ট্রাফিক পয়েন্টে কাইয়েরগাঁও এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— জাহাঙ্গীরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, সৈয়দ আলী, আব্দুল করিম, মিছির আলী, বজলুর রহমান, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক মকবুল হোসেনসহ আরও অনেকে।