নিত্যপণ্যের উর্ধগতির প্রতিবাদে সদর জামায়াতের বিক্ষোভ মিছিল
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, চাল, ডাল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে সিলেট সদর জামায়াত বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বাদ আছর টুকেরবাজার জামে মসজিদ গেইট থেকে মিছিলটি বের হয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর সুলতান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন— আব্দুল লতিফ লালা, মাওলানা আলাউদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ইসকন্দর আলী, দুলাল আহমদ, আব্দুস সামাদ, মহিউদ্দিন, হেলাল উদ্দিন, আরশ আলী, শিবির নেতা ইয়াসিন আহমদ, মোঃ খালেদ হাসান, বিশ্ববিদ্যালয় শিবির নেতা ময়নুল ইসলাম, মাহবুব হাসান, মুহিবুর রহমান, কামরান আহমদ, ওয়াইজ কুরুনি রাসেল।