কিভ ঘিরে ফেলেছে রুশ বাহিনী: নিষিদ্ধ বোমা-হাতিয়ার ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক সময়

দেখতে দেখতে ২৩ দিন হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। লড়াইয়ে ভ্যাকুয়াম বোমা ও ক্লাস্টার বম্বের মতো নিষিদ্ধ হাতিয়ার ব্যবহার করার অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। সেই সঙ্গে ইউক্রেনীয়দের অভিযোগ, হাসপাতাল থেকে শুরু করে স্কুলে গোলবর্ষণ করছে রুশ সেনারা। গতকাল রুশ গোলায় গুঁড়িয়ে গেছে একটি থিয়েটার। সেখানে আশ্রয় নিয়েছিলেন বহু সাধারণ নাগরিক।
এছাড়া মারিওপোলের একটি সুইমিং পুল কমপ্লেক্সেও হামলা চালিয়েছে রাশিয়া। ডোনেৎস্কয়ের প্রশাসনিক প্রধান কিরিলেঙ্কোর দাবি, সেখানে অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুরা ছিল। ওই হামলায় কতজন মারা গেছেন, তা এখনও জানা যায়নি। এমন উদাহরণ আরও রয়েছে।
এদিকে, কিভকে তিন দিক থেকে ঘিরে ফেলে ঢোকার চেষ্টা করছে রুশ সেনারা। কিন্তু জায়গায় জায়গায় যেভাবে ইউক্রেনীয় সেনা এবং সাধারণ নাগরিকের যৌথবাহিনী নিরাপত্তার বলয় তৈরি করেছে তাতে রাজধানী শহরের ভিতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রুশ সেনাদের।
এ অবস্থায় গতকাল হেগ-স্থিত আন্তর্জাতিক আদালত অবিলম্বে ইউক্রেনে সেনা অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে মস্কোকে। আন্তর্জাতিক আদালত জানিয়েছে— আন্তর্জাতিক বিধি ভেঙে, বেআইনি ভাবে ইউক্রেনে সেনা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন।
এদিকে, রুশ সেনার প্রবল হামলার মধ্যেই গতকাল ইউক্রেন সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় রেল চলাচল বন্ধ হয়ে গেল পোল্যান্ডে। এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে চলে আসা শরণার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পোল্যান্ডের পরিকাঠানো বিষয়ক মন্ত্রী আন্দ্রেজ অ্যাডামজিক বলেন— ‘রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে। অতীতে ভারত, সিঙ্গাপুর এবং সম্ভবত পাকিস্তানেও এমন ঘটতে দেখা গেছে।’
এদিকে, টানা ২২ দিনের যুদ্ধের ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত হয়েছেন প্রায় ৭ হাজার রুশ সেনা। গুরুতর আহতের সংখ্যা প্রায় ১৪ হাজার। আমেরিকায় গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে বৃহস্পতিবার এ কথা জানিয়েছে সে দেশের সংবাদপত্র নিউইউর্ক টাইমস। যদিও রামিয়া সেই দাবীকে নাকচ করে দিয়েছে।




