শাবিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।
রবিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট হতে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন— শাবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মো. খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আব্দুল্লাহ আল রোমান, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমি,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সুমন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, সমাজ বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, ফরেস্ট্রি বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ফিজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির যুগ্ম আহ্বায়ক আনাস, রাষ্ট্র বিজ্ঞান ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, ছাত্রলীগ নেতা, শামীম রানা ও মোস্তফা সাজ্জন প্রমুখ।