দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়— পালইছড়া গ্রামের মো. আব্দুল্লাহর পুত্র খোকন মিয়া (১৮) নিমার্নাধীন দালান ঘরে পানি দিতে বৈদ্যুতিক মোটর সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতে লেগে যায়, এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান— দালান ঘরে পানি দিতে গিয়ে মোটরের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে খোকন মিয়া মৃত্যু বরণ করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে।