বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সময় সিলেট ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করায় বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের জয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।