দেশে বিরল ‘এসএমএ’ রোগের চিকিৎসা শুরু
সময় সিলেট ডেস্ক
কয়েক মাস আগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঁচ মাস বয়সী এক শিশু আসে। সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ) নামক বিরল রোগে আক্রান্ত।
চিকিৎসা না পেলে নিশ্চিত মৃত্যু হয় এই রোগীদের। শিশু হাসপাতাল ও একটি ওষুধ কোম্পানির সহায়তায় শিশুটি আপাতত চিকিৎসা পাচ্ছে। চিকিৎসকদের দাবি— দেশে প্রথমবারের মতো এই চিকিৎসা শুরু হয়েছে।
শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক শাওলী সরকার এই শিশুটির চিকিৎসা করছেন। তিনি বলেন— ‘বাচ্চাটির বয়স যখন পাঁচ মাস, তখন সে আমার কাছে আসে। তখন থেকেই ওর চিকিৎসার জন্য চেষ্টা করা হয়।’
মানুষের শরীরের মাংসপেশির অতিরিক্ত ক্ষয়িষ্ণুতা এসএমএ রোগের মূল লক্ষণ। শরীরের কার্যক্ষমতা দুর্বল করতে করতে একসময় মৃত্যু ডেকে আনে। চিকিৎসকেরা জানান— এই রোগের চারটি ধরন। এর মধ্যে টাইপ ওয়ান বাচ্চাদের হয়। দুই বছরের মধ্যে চিকিৎসা না পেলে বাচ্চা মারা যায়।