সাতছড়ী উদ্যানে মাংসের দাম বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ী জাতীয় উদ্যানে ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দেবানন্দ সিনহা বলেন— ব্যবসায়িক প্রতিষ্ঠান মোস্তাক হোটেল এন্ড রেষ্টুরেন্টে হাঁসের মাংসের দাম বেশি রাখায়, মূল্য তালিকা না থাকায়, টেস্টিং সল্ট ব্যবহার, খাবারের দাম অস্বাভাবিক ভাবে বেশি রাখাসহ বিভিন্ন কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।