বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুল আয়োজিত স্কুল হলরুমে দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল চৌধুরী আলী আনহার শাহান’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফখরুল ইসলাম দুদু’র পরিচালনায় বক্তব্য রাখেন— বিশ্বনাথ এইট ইউকে স্থানীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার ইয়াছমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা জহুরা খাতুন, সদস্য আজমল খান, স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নাহিদ।
প্রতিবন্ধী ছাত্র ফয়সল হারুন অর রশীদের কোরআন তেলাওয়াত ও স্কুলের শিক্ষিকা শিল্পী বেগমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অত্র স্কুলের শিক্ষিকা শাহানা বেগম, আমিনা বেগম।