দোয়ারাবাজারে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সন্ধায় মহব্বতপুর বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক মাধব রায়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম, হাজী নুর আলম, মনিরুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল কইয়ুম, শুকুর আলী জুয়েল, নুরুল ইসলাম নাহিদ, জাকির হোসেন, জামাল উদ্দিন, শাহনুর মিয়া, সেলিম হোসেন শাহীন, মনির হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মীসম্মেলনে নেতৃবৃন্দ সুরমা ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী যুবদল গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।