কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আস্বিয়া কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন— পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দীন, ছাদ আলী।
স্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মাফিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— অধ্যক্ষ মমতা রানী সিনহা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সমরেন্দু সেনগুপ্ত বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে ৯টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।