নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন
সময় সিলেট ডেস্ক

নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন
গত ২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবসে সিলেট নগরীর উপশহরস্থ নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতি সংগঠক আহমদ মাহবুব ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুব ফেরদৌস বলেন, আমাদের বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্যে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যয়ন করতে হবে। দেশপ্রেম ছাড়া কোনো জাতিই উন্নতি করতে পারে না।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল আনসারী বলেন, স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। একে অর্থবহ করার জন্যে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে সবাইকে স্বাধীনতার মূলমন্ত্রকে বুকে ধারণ করতে হবে।