শাবি পিএমই এলামনাই এসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠন
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন পিএমই এলামনাই এসোসিয়েশনের ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে পিএমই বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ড. মো. ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার এ কমিটি ঘোষণা করেন। এবারের নির্বাচনে প্রতিটি পদে একজন করে নমিনি থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মো. মাহফুজুল হক ও শারমিন আহমেদ, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক উমায়ের আব্দুল্লাহ জাকি, দপ্তর সম্পাদক ফারহান তানভীর, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক মোহাম্মাদ ইব্রাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিয়াশাদ কামাল অথৈ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাহিদ হাসান, মো. তানভীর হোসাইন।
উল্লেখ্য, পিএমই এলামনাই এসোসিয়েশন নির্বাচন ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় প্রধান ও পিএমই এসোসিয়েশনের সভাপতি ড. মো. ফরহাদ হাওলাদার।
এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল নোমান বখত, পিএমই এলামনাই এসোসিয়েশনের ১ম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান নয়ন, পিএমই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. শিহাব ইসলাম লিমন এবং সহকারী কোষাধ্যক্ষ আল মিনহাজ মবিন আলভী।