চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
জানা যায়— বুধবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউপির রাজার বাজারের খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে রংপুর জেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে বাবুল মিয়া (৩৮), নাটোর জেলার কোউয়াটিকরি গ্রামের নাজাত উল্লার ছেলে রিপন আলী (২৯) কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহায়তা করেছেন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন— চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।