মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ২০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক’কে ১ লক্ষ ১২ হাজার ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করে ওজনে কম দেওয়া, পন্যের অতিরিক্ত দাম রাখা, রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে এই অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় মাধবপুর থানার পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।