‘বিশ্বাসঘাতক’ দুই নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি
আন্তর্জাতিক সময়

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি নিজেই এ ঘোষণা দেন। ওই দুই কর্মকর্তাকে বিশ্বাসঘাতক বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসির।
ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায়ই ভিডিও বার্তা দিয়ে আসছেন জেলেনস্কি। সবশেষ গতকাল রাতে নতুন ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে জেলেনস্কি ঘোষণা করেন— ‘বিশ্বাসঘাতক’ দুই নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।
জেলেনস্কি বলেন— ‘স্বার্থপরদের বিরুদ্ধে আজ আরও একটি সিদ্ধান্ত নেওয়া হলো। সব বিশ্বাসঘাতকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় আমার হাতে নেই। তবে ধীরে ধীরে তাঁদের সবাইকে সাজা দেওয়া হবে।’
জেলেনস্কি সতর্ক করে আরও বলেন— ইউক্রেনীয় জনগণের প্রতি অনুগত থাকার সামরিক শপথ যাঁরা ভঙ্গ করবেন, তাঁদের কাছ থেকে নিশ্চিতভাবেই সামরিক মর্যাদা কেড়ে নেওয়া হবে।
ভিডিও বার্তায় রুশ সেনাদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। তাঁদের আচরণকে দানবের সঙ্গে তুলনা করেন তিনি। জেলেনস্কি বলেন— ‘অনুপ্রবেশকারীরা বিভিন্ন দিক থেকে ঢোকার চেষ্টা করছে। স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে তারা আসছে। তারা হামাগুঁড়ি দিতে দিতে ঢুকছে, বিমানে করে উড়ে আসছে কিংবা নৌকায় করে ভেসে আসছে। তারা অনেক অশুভ আকাঙ্ক্ষা, ধ্বংসযজ্ঞ চালানোর বাসনা নিয়ে আসছে। তাদের আচরণ মানুষের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে তারা ভিন্ন জগতের কেউ। তারা দানবের মতো আগুন জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট করছে, খুন করছে।’
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেন। ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে রাশিয়া।




