বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে ‘বিশ্ব অটিজম দিবস’ পালিত
সংবাদ বিজ্ঞপ্তি
সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হচ্ছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। তার ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথেও দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের হলরুমে দুপুর ১২টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল চৌধুরী আলী আনহার শাহান’র সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম দুদু’র পরিচালনায় বক্তব্য রাখেন— বিশ্বনাথ এইট ইউকে স্থানীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার ইয়াছিন, স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, শিক্ষিকা শিল্পী বেগম, শাহানা বেগম, আমিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন— ফয়ছল আহমদ, অনিক আহমেদ, জুবেল আহমদ, নয়ন মিয়া প্রমুখ।