বিশ্বনাথ বিএনপির সম্পাদকের উপর হামলায় জেলা বিএনপির নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন সংগঠনটির নেতারা
রবিবার (৩ এপ্রিল) রাতে গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এ্যাডভোকেট ঘটনার নিন্দা জানান।
অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তারা।