ঐক্য সরকারে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শ্রীলঙ্কার বিরোধী দলের
আন্তর্জাতিক সময়

শ্রীলঙ্কার বিরোধী দলগুলো সোমবার ঐক্যের সরকারে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা প্রেসিডেন্টের এ উদ্যোগকে ‘অযৌক্তিক’ অভিহিত করে খাদ্য, জ্বালানি এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির দায়ে তার পদত্যাগের দাবি করেছে।
১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। অস্ত্রধারী সেনাদের আরো সম্ভাব্য বিক্ষোভ দমন করার প্রস্তুতির মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এ উদ্যোগ এলো।
প্রেসিডেন্ট রাজাপক্ষে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোকে জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। এর আগে একটি নতুন প্রশাসনের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের সব সদস্য রবিবার গভীর রাতে পদত্যাগ করেন।
প্রেসিডেন্টের প্রস্তাবের জবাবে বামপন্থী পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) গোতাবায়া রাজাপক্ষে এবং তার একসময়ের জনপ্রিয় ও প্রভাবশালী পরিবারের অন্যদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।
জেভিপির আইন প্রণেতা আনুরা দিশানায়েকে কলম্বোতে সাংবাদিকদের বলেন— ‘বিরোধী এমপিরা একটি পতনোন্মুখ সরকারকে সমর্থন করবে- পাগল না হলে তিনি তা ভাবতেন না।’
প্রধান সংখ্যালঘু বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সও (টিএনএ) রাজাপক্ষের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে।
প্রধান বিরোধী সামাগি জনা বালাওয়েগা (এসজেবি) দল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে এর নেতা সাজিথ প্রেমাদাসা রবিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা রাজাপক্ষের পরিবারের সদস্যদের নিয়ে গড়া কোনো সরকারে যোগ দেবে না।
দেশটির বিভিন্ন স্থানে গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ দ্বীপের দক্ষিণে অবস্থিত টাঙ্গালেতে প্রেসিডেন্টের বড় ভাই তথা রাজনৈতিক বংশের প্রধান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ব্যক্তিগত বাড়ির সামনে বিক্ষোভ করেছে।
সূত্র : এএফপি




