তিন মাসেও সাধারণ নির্বাচন সম্ভব নয় পাকিস্তানে
আন্তর্জাতিক সময়
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে। বিভিন্ন রকম আইনি বাধা এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলোকে কারণ হিসেবে উল্লেখ করে এ কথা বলছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
ইসিপি’র জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান— সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য প্রায় ছয় মাস লাগবে। খাইবার পাখতুনখাওয়ায় ২৬তম সংশোধনীর অধীনে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা সামঞ্জস্যপূর্ণ করাটাও বড় ধরনের একটি চ্যালেঞ্জ।
তিনি আরও জানান— কাজগুলো সম্পূর্ণ করতেই ন্যূনতম তিন মাসের প্রয়োজন। তারপর ভোটার তালিকা হালনাগাদ করার আরও অনেক কাজ বাকিই থেকে যাবে।
ইসিপি’র ওই কর্মকর্তা জানান— এতোকিছুর পরও আমাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ব্যালট পেপারের ব্যবস্থা এবং ভোটগ্রহণ কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ারও ব্যাপার রয়েছে। পাকিস্তানের আইনে নির্বাচনে যে ব্যালট পেপার ব্যবহার করার কথা বলা হয়েছে, তা দেশে পাওয়া যায় না। আমদানি করতে হবে।
পাকিস্তানের নির্বাচন কমিশন এর আগে অবশ্য ‘ওয়াটার মার্ক’ এর পরিবর্তে অন্য ব্যালট পেপার প্রদানের জন্য আইন সংশোধনের প্রস্তাবও করেছে। এছাড়া আর্থিক ও প্রযুক্তিগত বিষয়ের ঠিকঠাক আয়োজন করতেও সময় লাগার কথা জানিয়েছেন তিনি।