ফের বিমানে ত্রুটি : উড্ডয়নের ১৫ মিনিট পর অবতরণ
সময় সিলেট ডেস্ক
ঢাকা থেকে সিলেটে আসার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় ফের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে অন্য ফ্লাইটে সিলেট ফেরেন যাত্রীরা।
জানা যায়— ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০৫ ফ্লাইট প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে উড়াল দেয়। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এসময় যাত্রীদের বিষয়টি জানানো হলে তাদের মধ্যে অজানা আতঙ্কের সৃষ্টি হয়। তবে কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ফের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করে। পরে বিমান কর্তৃপক্ষ আরেকটি ফ্লাইটে যাত্রীদের সিলেট পৌঁছে দেয়। সে ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে রাত ১১টা ৩৮ মিনিটে এসে পৌঁছে।