দোয়ারাবাজারের চেলা নদীতে বালুভর্তি নৌকাসহ মাঝি নিখোঁজ
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে বালুভর্তি নৌকাসহ মাঝি নানু মিয়া (২৮) নিখোঁজ রয়েছেন। নানু মিয়া পার্শ্ববর্তী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা চেলা নদীতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান— নৌকার স্বত্বাধিকারী ও মাঝি নানু মিয়া মঙ্গলবার বিকাল ৪টার দিকে বালুভর্তি স্টিলবডি নৌকাসহ ছাতকের উদ্দেশ্য ভাটির দিকে যাচ্ছিলেন।
এ সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে প্রবল স্রোত বইছিল। হঠাৎ অবস্থা বেগতিক দেখে নিজেদের সামলাতে না পেরে প্রাণ রক্ষার্থে নদীতে ঝাঁপিয়ে পড়েন সবাই। পরক্ষণে নানু মিয়া ছাড়া অন্য সবাই নদী সাঁতরিয়ে তীরে উঠেন।
খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোত থাকায় ঢেউয়ের তালে তালে ভাটির দিকে গড়িয়ে যেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান— এমন সংবাদ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ ফায়ার সার্ভিসকেও বিষয়টি অবগত করা হয়েছে।