নবীগঞ্জে ওজনে লাকড়ি কম দেয়ায় জরিমানা
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জে লাকড়ি ওজনে কম দেয়ায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
মঙ্গলবার বিকেলে দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারে কয়েকজন ভোক্তার অভিযোগে ছালেক লাকড়ি ঘরের আব্দুল আলীকে (৫৫) প্রতি মণ লাকড়ির ওজনে ৪০ কেজির পরিবর্তে ৩৭ কেজি এবং বাটখারার বদলে পাথর ব্যবহার করে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন— উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
এ সময় এসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।