বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
স্টাফ রিপোর্টার
দ্বিপক্ষীয় সব সমস্যা মিটিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব আরো সুদৃঢ় করার পথে হাঁটবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন— যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হলো। সে সম্পর্ক রক্ষার জন্য আগামীতে দুই দেশের মধ্যে এখন যেসব সমস্যা আছে, তা মিটিয়ে নতুন করে বন্ধুত্ব গাঢ় করার পথে হাঁটবে দুই দেশ।
গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন— মার্কিন রাষ্ট্রদূত পিটার সম্প্রতি দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন। এটি ছিল তার সঙ্গে প্রথম বৈঠক। বৈঠকে দুটি নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী তাকে জানান— এ আইন কখনই বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য করা হয়নি। এটা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে। এর কিছু অপব্যবহার হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন— আলোচনার একপর্যায়ে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চাওয়া হয়েছে। রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আরো আলোচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আবারো চিঠি দেয়া হবে।
শ্রমিকদের অধিকার নিয়ে আইএলওর সঙ্গে বাংলাদেশের কিছু বিষয় আছে জানিয়ে মন্ত্রী বলেন— সেক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে সেটাও আলোচনা করেছি।