অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান
আন্তর্জাতিক সময়
শেষ রক্ষা হলোনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।দিনভর নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। তার বিরুদ্ধে ভোট দিয়েছেন ১৭৪ জন সংসদ সদস্য।
ভোট শেষে প্যানেল স্পিকার আয়াজ সাদিক ঘোষণা দেন— ১৭৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে তাদের ভোট দিয়েছেন। ফলস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে।
এর আগে হাইকোর্ট নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে দেশটির জাতীয় পরিষদে এই অনাস্থা ভোট শুরু হয়।
দেশটির জাতীয় পরিষদ সকাল সাড়ে ১০টায় ইমরানের ভাগ্য নির্ধারণ করতে বসে। কিন্তু অধিবেশন শুরু হলেও বারবার তা মুলতবি হয়ে যাওয়ায় ভোটাভুটি স্থগিত হয়।
এদিকে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাশিম সূরি অনাস্থা ভোটের আগে তাদের দায়িত্বভার থেকে সরে দাঁড়িয়েছেন।
বিষয়টি নিয়ে স্পিকার আসাদ কায়সার গণমাধ্যমকে জানায়— তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বিদেশী ষড়যন্ত্রে অংশ হতে পারবেন না। স্পিকার আরও বলেন— আমাদের আইন এবং দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্পিকার পদে থাকতে পারব না।
পদত্যাগের ঘোষণার আগে তারা প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ীতে তার সঙ্গে দেখা করতে যান। শনিবার দেশটির গণমাধ্যম জিও টিভি এ খবর প্রকাশ করে।